বিনোদন ডেস্ক : ভারত ও ভারতের বাইরে বলিউড তারকা অজয় দেবগনের ‘ভোলা’ সিনেমাটির জয়জয়কার। সম্প্রতি সিনেমাটি মুক্তি পেয়েছে। জানা যাচ্ছে, ১০ দিনের মাথায় এ সিনেমার আয় প্রায় ৭০ কোটি রুপি।
মুক্তির প্রথম দিনেই ১১.২০ কোটি রুপি ব্যবসা করেছিল অজয় দেবগণ পরিচালিত এ সিনেমা। তবে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে টিকিট বিক্রির পরিমাণ কিছুটা কমেছিল। প্রথম দিনে ডবল ডিজিটে আয়ের পর দ্বিতীয় দিনে এ সিনেমা ৭.৪০ কোটি টাকার ব্যবসা করেছিল।
লোকেশ কনগরাজের লেখা ও পরিচালিত তামিল হিট সিনেমা ‘কৈথি’র হিন্দি রিমেক ‘ভোলা’। হিন্দি সিনেমার পরিচালক অজয় নিজেই। টাবু, দীপক ডোব্রিয়াল, সঞ্জয় মিশ্র, বিনীত কুমার, গজরাজ রাও অভিনীত এ সিনেমা।
এমনিতে সিনেমায় অজয় দেবগণ ও টাবু একসঙ্গে থাকলে দর্শকের প্রত্যাশা বাড়তে থাকে। সৌজন্য অবশ্যই তাদের ‘দৃশ্যম’ ও ‘দৃশ্যম-২’। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ‘ভোলা’ও। মাল্টি স্টারার এ সিনেমা অ্যাকশনে ভরপুর হবে তা টিজার ট্রেলারেই ছিল।
উল্লেখ্য, ঘোষণার পর থেকেই দর্শকের মন জয় করেছে ‘ভোলা’। প্রথমে টিজার, তারপর ট্রেলার মুক্তির পর সেই উত্তেজনাবাড়তেই থাকে। ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ভোলা’। অজয় দেবগণ পরিচালিত চতুর্থ সিনেমা এটি। তামিল হিট সিনেমা ‘কৈথি’র অফিশিয়াল রিমেক অজয় দেবগণ পরিচালিত ‘ভোলা’। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকের হিটলিস্টে এই সিনেমা। টাবু, দীপক ডোব্রিয়াল, সঞ্জয় মিশ্র, বিনীত কুমার, গজরাজ রাওয়ের মতো অভিনেতারা আছেন এই সিনেমায়।
‘ভোলা’ সিনেমা প্রসঙ্গে অজয় বলেন বলেন, ‘আমি ছবির বিপদটাকে গভীর করতে চেয়েছি। উদ্দেশ্য ছিল ভোলার পথে বাধা হয়ে আসা সকলের আলাদা আলাদা পরিচয় তৈরি করা।’
সিনেমা মুক্তির ঠিক আগে আগেই পরিবার ও বন্ধুবান্ধদের জন্য় এই সিনেমার একটি স্পেশাল স্ক্রিনিং-এর আয়োজন করেছিলেন অজয়। সেখানেই পুত্র যুগ ও মা তনুজাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন কাজল। আর তারপরই নিজের ইন্সটা স্টোরিতে রিভিউ লিখেছিলেন অভিনেত্রী। তার কথায়, এ সিনেমা ‘মাস্ট ওয়াচ’। পাশাপাশি এ সিনেমাকে ‘সম্পূর্ণ পয়সা উসুল’ বলেও দাবি করেছিলেন অভিনেত্রী। সিনেমাটি তার এতটাই ভালো লেগেছে যে, গোটা সিনেমাজুড়ে তিনি হাততালি দিয়ে গেছেন বলেও জানিয়েছিলে।