১০ জুলাই নতুন কোচ নির্বাচন করবে ভারত

পপুলার২৪নিউজ ডেস্ক:

নানান নাটকীয়তার পর অবশেষে ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচনের দিন ঘোষণা করা হল। চলতি মাসের ১০ তারিখে বসবে কোচ নির্বাচনের আসর। এদিন আবেদনকারীদের ইন্টারভিউ নেওয়া হবে। রবিবার এই তথ্য জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অ্যাডভাইসরি কমিটির অন্যতম সদস্য সৌরভ গাঙ্গুলী।

গাঙ্গুলী বর্তমানে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির চলমান বৈঠকে যোগ দিয়েছেন। চলতি মাসের ৯ তারিখ পরবর্তী কোচ হওয়ার জন্য আবেদন জানানোর শেষ দিন। এটা অবশ্য বর্ধিত সময়। এই সময় বাড়ানোর পেছনে রবি শাস্ত্রীকে দিয়ে আবেদন করানোর বিষয়টি জড়িত বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর বেড়িয়েছে।

এর আগে কোচ পদে আবেদন করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন রবি শাস্ত্রী। তার মত ছিল, জাতীয় দলের কোচ করতে হলে বিসিসিআইয়ের পক্ষ থেকে তার কাছে অনুরোধ আসতে হবে। অবশেষে অ্যাডভাইসরি কমিটির সদস্য ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকারের হস্তক্ষেপে আবেদন করতে রাজী হন শাস্ত্রী।

এছাড়া কোচ পদে আবেদন করেছেন সাবেক বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগ, টম মুডি, রিচার্ড পাইবাস প্রমুখ। একজন ইঞ্জিনিয়ারও ‘কোহলিকে সোজা করার’ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে আবেদন করেছেন! তবে সামগ্রিক পরিস্থিতি বলছে, নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ভারতীয় দলের সাবেক ডিরেক্টর রবি শাস্ত্রীই।

পূর্ববর্তী নিবন্ধঅসুস্থ সাংবাদিককে রূপালী ব্যাংকের বিশেষ আর্থিক সহায়তা
পরবর্তী নিবন্ধ১০ হাজার টাকা মুচলেকায় সিটিসেল এমডির জামিন