১০৫ রানে অলআউট ভারত

পপুলার২৪নিউজ ডেস্ক:
সফরকারী অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ২৬০ রানের জবাবে মাত্র ১০৫ রান করতে সমর্থ হয়েছে স্বাগতিক ভারত।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেছেন ওপেনার লোকেশ রাহুল। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান অজিঙ্কা রাহানে আর ১০ রান করেছেন মুরালি বিজয়। বাকিরা দুই অংকই ছুঁতে পারেননি।

অধিনায়ক বিরাট কোহলি প্রায় ৩০ মাস পর শূন্য রানে আউট হয়েছেন। এদিন স্বাগতিকরা মাত্র ৪০.১ ওভারে গুটিয়ে গেছে। তাদের শেষ ৭ উইকেট পড়েছে মাত্র ১১ রানে।

ভারতীয় ইনিংসে ধ্বংসযজ্ঞ চালান অস্ট্রেলিয়ান বোলার স্টিভ ও’ক্যাফে। তিনি মাত্র ৩৫ রান খরচায় তুলে নেন ৬ উইকেট। দুটি পান মিশেল স্টার্ক। আর বাকি দুই উইকেট ভাগ করে নেন জশ হ্যাজলেউড ও নাথান লায়ন।

পুনেতে এর আগে প্রথম ইনিংসে ২৬০ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। প্রথম দিনের ২৫৬ রানের সঙ্গে দ্বিতীয় দিনে শুক্রবার মাত্র ৪ রান যোগ করেন অজি ব্যাটসম্যানরা।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেছেন রেনসো। তার ইনিংসটি ১৫৬ বলে ১০টি চার ও একটি চারে সাজানো। দ্বিতীয় সর্বোচ্চ মিচেল স্টার্ক করেন ৬১ রান।

স্টার্কের উইকেট শিকারের মধ্য দিয়ে এবারের মৌসুমের ৬৪তম উইকেটের স্বাদ নেন অশ্বিন। এর মধ্য দিয়ে ৩৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন এক রেকর্ড গড়েন তিনি।

এর আগে ১৯৭৯-৮০ মৌসুমে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ৬৩ উইকেট নিয়েছিলেন।

প্রথম ইনিংস শেষে ভারতের উমেশ যাদব ৪টি আর অশ্বিন ৩টি উইকেট নিয়েছেন। জাদেজা নেন ২ উইকেট।

পূর্ববর্তী নিবন্ধফেসবুকে আমার নামে পোস্ট করা বিবৃতি ভুয়া: ফখরুল
পরবর্তী নিবন্ধদেশের মাটিতে বিদেশি সবজি