নৌকা ৩১,১৫১ ভোট, ধানের শীষ ৪১,২৩০ ভোট

পপুলা২৪ নিউজ জেলা প্রতিনিধি :
কেন্দ্র দখল, জাল ভোট, বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেয়াসহ নানা অনিয়মের অভিযোগের মধ্য দিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। জাল ভোট দেয়ার অভিযোগে দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হচ্ছে। হবে।
১০৩ কেন্দ্রের মধ্যে প্রাপ্ত ২টি কেন্দ্রের ফলাফলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা নৌকা প্রতিকে পেয়েছেন, ১,৮৫০। আর জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুল হক সাক্কু ধানের শীষ প্রতিকে পেয়েছেন ১৬৩০ ভোট।

পূর্ববর্তী নিবন্ধ‘সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা মেধা বিকাশে ভূমিকা রাখছে’
পরবর্তী নিবন্ধচাঁদপুরে তানিয়া হত্যা ৫ জনের যাবজ্জীবন