১০০ মিটারে বিশ্বরেকর্ডের জুতা দান করলেন বোল্ট

পপুলার২৪নিউজ ডেস্ক:

 

জ্যামাইকা, ১৫ মে— সোনালী, সাদা। ‘‌পুমা’‌–র লিমিটেড এডিশন ট্র‌্যাক শ্যু। যা পায়ে দিয়ে তিনি করেছিলেন ১০০ মিটারের বিশ্বরেকর্ড। ২০০৯ সালে বার্লিনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে। সেই জুতা দান করে দিলেন উসাইন বোল্ট!‌

গত সপ্তাহে ওই বিশেষ জুতাটি বোল্ট তুলে দেন গভর্নর জেনারেলের স্ত্রী লেডি অ্যালেনের হাতে। ‘‌ইসা ট্রাস্ট ফাউন্ডেশন’‌–এর জন্য অর্থ সংগ্রহ করতেই এই জুতা নিলামে উঠবে আগামী মাসে। ‘‌ইসা ট্রাস্ট ফাউন্ডেশন’–এর পৃষ্ঠপোষক হলেন লেডি অ্যালেন। এই ফাউন্ডেশন আইসল্যান্ডের বিভিন্ন হাসাপাতালে ‌পেডিয়াট্রিক বিভাগের চিকিৎসার খরচ এবং আধুনিক চিকিৎসার বন্দোবস্ত করতে খরচ করা হবে।

লেডি অ্যালেন জানিয়েছেন, ‘‌বোল্ট স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। গত তিন বছর ধরেই উনি আমাদের ফাউন্ডেশনের সাহায্যে এগিয়ে এসেছেন। ’‌ ‌

পূর্ববর্তী নিবন্ধওয়ার্টফোর্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয় চেলসির
পরবর্তী নিবন্ধমাদ্রিদ ওপেনে চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল