১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশের খেলা

স্পোর্টস ডেস্ক :
চলতি মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামী ২১ অক্টোবর। মিপুর টেস্টের জন্য টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মোট পাঁচটি ক্যাটাগরিতে টিকেট ক্রয়ের সুযোগ পাচ্ছেন সমর্থকরা। একদিন খেলা দেখতে অন্তত ১০০ টাকা খরচ করতে হবে। আর ভিআইপিএ স্ট্যান্ডে বসে একদিন খেলা দেখতে সর্বোচ্চ খরচ হবে ৫০০ টাকা।

ইষ্টার্ন স্ট্যান্ডের টিকেটের দাম ধরা হয়েছে মাত্র ১০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডে খেলা দেখতে চাইলে টিকেটের দাম পড়বে ২০০ টাকা। ক্লাব হাউজে ৩০০ টাকা খরচ করে পাঁচদিনের টেস্টের মাত্র একদিন দেখতে পারবেন তারা। ভিআইপি স্ট্যান্ডে বসে যারা খেলা দেখতে চান তাদের টিকেট কিনতে হবে ৫০০ টাকায়।

সবচেয়ে বেশি টিকেটের দাম ধরা হয়েছে গ্র্যান্ডের। ক্রিকেটারদের ড্রেসিংরুমের পাশের সেই স্ট্যান্ডে বসে দিনভর খেলা দেখতে চাইলে ১ হাজার টাকা খরচ করতে হবে। ২০ অক্টোবর থেকে টিকেট ছাড়বে বিসিবি। মিরপুর স্টেডিয়ামের এক নম্বর গেইটের পাশের বুথ থেকে টিকেট ক্রয় করতে পারবেন সমর্থকরা।

বিভিন্ন স্ট্যান্ডের টিকেটের দাম:

গ্র্যান্ড স্ট্যান্ড- ১ হাজার টাকা
ভিআইপি স্ট্যান্ড- ৫০০ টাকা
ক্লাব হাউজ- ৩০০ টাকা
নর্থ/সাউথ স্ট্যান্ড- ২০০ টাকা
ইষ্টার্ন স্ট্যান্ড- ১০০ টাকা

পূর্ববর্তী নিবন্ধ‘আইসিএসবি করপোরেট গভর্ন্যান্স গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন
পরবর্তী নিবন্ধআপনারা না পারলে নিয়োগ দিয়ে নতুনদের বসাবো: উপদেষ্টা আসিফ