হয়তো এটি পরপারে সৃষ্টিকর্তার কাছে নাজাতের কুঁটি হয়ে থাকবে 

আলমগীর নিশান :

বিশ্বব্যাপী মহামারি (কোভিট – ১৯) করোনা ভাইরাস বিশ্বের ২১১ দেশের পাশাপাশি বাংলাদেশেও ভয়ংকর রুপ ধারন করেছে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকার ইতিমধ্যে দেশে লকডাউন ঘোষনা করেছে।
সরকারি নির্দেশনা নকডাউন প্রতি পালন করতে গিয়ে সাধারন মানুষ গৃহবন্দী ও কর্মহীন হয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় ফটিকছড়ি তথা কাঞ্চননগর ইউনিয়নের সাধারন কেটে খাওয়া মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত ও প্রবাসীরাও আজ অসহায় হয়ে দিনাতিপাত করছে।

এমতাবস্তায় তারা ঢনাড্য ও বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করে যাচ্ছে। সরকারের পাশাপাশি কাঞ্চননগরের বেশ কতেক সামাজিক সংগঠনসহ অনেক বিত্তবান ব্যক্তিরা ইতিমধ্যে অসহায় কর্মহীন পরিবারের জন্য ত্রান সহায়তা প্রদান করেছেন। এতে কিছু সংখ্যক মানুষ ত্রান সহায়তা পেলেও বেশীরভাগ অসহায় মানুষ এখনো ত্রান সহায়তা থেকে বঞ্চিত রয়েছে।

সামনে পবিত্র মাহে রমজান, রমজানকে সামনে রেখে কাঞ্চননগরের অসহায় যে সব পরিবার এখনো ত্রান সয়াহতা পাইনি তাদের কাছে ত্রান সয়ায়তা পৌছে দেয়ার জন্য আপনার / আপনাদের সাহায্য ও সহযোগিতা কামনা করছি।
আপনার একটু সহযোগিতা হয়তো ক্ষুধাতুর একটি মানুষকে বাচিয়ে রাখতে সক্ষম হবে। হয়তো আপনার এই সহযোগিতা পরপারে সৃষ্টিকর্তার কাছে নাজাতের কুঁটি হয়ে থাকবে।

ঢনাড্য ও বিত্তবানরা আসুন, অসহায়দের পাশে থেকে নিজের সম্পদকে হালাল করে নেকির ভাগিদার হোন।

নিবেদক, রশীদ উদ্দীন চৌধুরী কাতেব
চেয়ারম্যান, কাঞ্চননগর ইউনিয়ন পরিষদ
মোবাইল – 01816-284268

ত্রান সয়াহতা পাঠানোর নাম্বার – 01919-960926 (বিক্যাশ পারসোনাল)

উল্লেখ্য যে, প্রতিটা ত্রান সহায়তার আপডেট এই আইডিতে উপস্থাপন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধইসলামীক ফাউন্ডেশনের কর্মকর্তাদের ৪ মাসের বেতন পরিশোধে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন 
পরবর্তী নিবন্ধঘরে বসেই রিয়্যালিটি শোয়ের অডিশন নিচ্ছেন মাধুরী