হোটেল থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সম্বন্ধীর মরদেহ উদ্ধার

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রাজধানীর পল্টনের একটি আবাসিক হোটেল থেকে রাজশাহীর বেসরকারি বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম এসএমএ রশিদ (৬০)। তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সম্বন্ধী বলে জানিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে পল্টনে হোটেল এশিয়া অ্যান্ড রিসোর্টের নবম তলার একটি কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি আবুল হাসান।

তিনি বলেন, গত শনিবার (১১ জানুয়ারি) ঢাকায় আসেন এসএমএ রশিদ। ওই দিন বিকেলে তিনি হোটেলে ওঠেন। আজ সোমবার সকালে ঘুম থেকে না ওঠায়, হোটেলের ম্যানেজার শিশির চন্দ্র ও রশিদের গাড়িচালক আরিফ হোসেন দুপুর ১২টার দিকে দরজা খুলে কক্ষের ভেতরে প্রবেশ করেন।

তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে।

নিহত এসএমএ রশিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সম্বন্ধী বলেও নিশ্চিত করেছেন ওসি আবুল হাসান।

অন্যদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক এএসআই আব্দুল খান জানান, এসএমএ রশিদের মরদেহ বর্তমানে ঢামেকের মর্গে রয়েছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধআবুধাবি সাসটেইনেবিলিটি উইক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধশ্রম আইন লঙ্ঘন : ড. ইউনূসকে আদালতে হাজিরের নির্দেশ