আর্জেন্টাইন সুপারস্টার মেসিবিহীন বার্সেলোনা প্রায়ই খেই হারিয়ে ফেলে।
কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তেমনই দেখা গেল। লিওনেল মেসির বিশ্রামের দিনে হার নিয়ে মাঠ ছাড়লো বার্সেলোনা।
শুধু হারই নয় কোনো বলই সেভিয়ার জালে জড়াতে পারেনি আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।
এদিন সেভিয়ার কাছে ২-০ গোলে হারে তারা। চলতি মৌসুমে এটা বার্সার সব মিলিয়ে চতুর্থ হার।
ম্যাচে ছিলেন না লুইস সুয়ারেজ ও ফিলিপ কুতিনহোর মতো তারকারা।
তবুও ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে বার্সা।
এদিন প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বার্সা।
তারকাবিহীন দলের রক্ষণে বারবার ঢুকে পড়তে দেখা গেছে সেভিয়াকে।
দ্বিতীয়ার্ধে এসে সাফল্য পায় স্বাগতিক সেভিয়া।
৫৮ মিনিটে পাবলো সারাবিয়ার গোলে লিড নেয় সেভিয়া।
গোল পরিশোধ করতে এসে উল্টো ৭৬ মিনিটে আরেকটি গোল হজম করতে হয় বার্সাকে।
সেভিয়ার বেন ইয়াদের ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন।
আগামী বুধবার ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে নামবে বার্সা।