হেফাজত মহাসচিব বাবুনগরী সিসিইউতে

 পপুলার২৪নিউজ ডেস্ক :

হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সহযোগী মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী (৭০) রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি রয়েছেন।

মঙ্গলবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা বারডেম হাসপাতালে চিকিৎসারত হেফাজত মহাসচিবের বাম পায়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।পায়ের আঙুলে সংক্রমণ হওয়ায় এর আগেও একবার অপারেশন হয়েছিল তার।এবার তার অপারেশন হওয়া বাম পায়ে সার্জারির মাধ্যমে নতুন চামড়া প্রতিস্থাপন করা হয়েছে।

বারডেম হাসপাতালে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইনামূল হক ফারুকী।

তিনি জানান, গত ৫ এপ্রিল সন্ধ্যায় অসুস্থবোধ করার পর হাটহাজারী মাদ্রাসা থেকে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে বিমানযোগে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। পরিবারের পক্ষ থেকে আল্লামা বাবুনগরীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টা: ৪ জন ৫ দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধভারতে মাওবাদীদের হামলায় বিজেপির বিধায়কসহ নিহত ৫