হেনস্থাকারীদের সঙ্গে সেলফি তুলে যৌন হয়রানির প্রতিবাদ!

পপুলার২৪নিউজ ডেস্ক :
হেনস্থাকারীদের সঙ্গে সেলফি তুলে যৌন হয়রানির প্রতিবাদ!
রাস্তায় পুরুষদের দ্বারা হয়রানির শিকার হওয়া নারীদের জন্য খুবই নিয়মিত অভিজ্ঞতা। অনেকেই এর প্রতিবাদ করতে চান না।

কারণ এতে আরও বেশি হেনস্থার শিকার হতে হয়। তাছাড়া এমন কুরুচিকর আচরণের জবাব কীভাবে দেয়া যায় তাই হয়তো ভেবে পান না অনেকে।তবে নেদারল্যান্ডের আমস্টারডামের তরুণী নো জান্সমা বেশ চমকপ্রদ উপায় বেছে নিয়েছেন। ২০ বছরের এ তরুণী হয়রানি করা পুরুষদের সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করছেন।

এ বিষয়ে সচেতনতা তৈরিতে এবং এমন আচরণের প্রতিবাদ জানাতে এসব ব্যক্তি তাকে কীভাবে হয়রানি করে এবং কী ভাষা ব্যবহার করে তা শিরোনামে দিয়ে দিচ্ছেন।

‘ডিয়ার ক্যাটকলার্স’ নামের ওই ইন্সটাগ্রামে নিয়মিতই পোস্ট করে যাচ্ছেন তিনি। শুধু এক মাসেই নো জান্সমা ৩০টি পোস্ট করেছেন যা বেশ সাড়া ফেলেছে। সূত্র : দ্য ইনডিপেনডেন্ট

পূর্ববর্তী নিবন্ধসালমান ও অক্ষয়কে প্রতিযোগী মনে করেন না শাহরুখ
পরবর্তী নিবন্ধএমবিবিএস ভর্তি পরীক্ষা সম্পন্ন, ৭২ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশ