হিলি স্থলবন্দরে আজ পণ্য আমদানি রপ্তানি বন্ধ

পপুলার২৪নিউজ,দিনাজপুর প্রতিনিধি:

15আজ ২৬ জানুয়ারি ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ছুটি পালিত হচ্ছে। ফলে বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি বন্ধ রেখেছেন উভয় দেশের ব্যবসায়ীরা। সকাল থেকে দুই দেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক চলাচল করেনি। তবে চেকপোস্ট পথে পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।

হিলি স্থলবন্দর কাঁচামাল আমদানিকারক গ্রুপের নেতা হারুনুর রশিদ হারুন জানান, আজ ২৬ জানুয়ারি ভারতে ৬৮তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি পালনে ভারতে সরকারি ছুটি থাকায় দুই দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জে পাচারকালে দুই শিশু উদ্ধার
পরবর্তী নিবন্ধযে কারণে ডক্টরেট ডিগ্রি ফিরিয়ে দিলেন রাহুল দ্রাবিড়