হায়দরাবাদের কোচ হলেন ব্রায়ান লারা

স্পোর্টস ডেস্ক : টম মুডিকে সরিয়ে সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ হিসেবে ব্রায়ান লারার নাম ঘোষণা করেছে টিম ম্যানেজমেন্ট। গত বছর পুরান-ভুবেনেশ্বরদের কৌশলগত উপদেষ্টার সাথে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন লারা, এবার দায়িত্ব পেলেন পুরো দলের।

শনিবার (৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি এই খবর নিশ্চিত করে। বিবৃতিতে জানায়, ‘ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান লারা আসন্ন আইপিএল মৌসুমের জন্য আমাদের প্রধান কোচ।’

গেল আসরে ব্যাটে-বলে সমানতালে হতাশাজনক পারফরম্যান্স করে সানরাইজার্স হায়দ্রাবাদ। হয়তো সে কারণেই নতুন করে আবারো কোচিং প্যানেলকে ঢেলে সাজানোর পরিকল্পনা এই দলটির।

টম মুডির অধীনে সানরাইজার্স ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে পাঁচবার প্লে অফে জায়গা নিশ্চিত করে, যার মধ্যে ২০১৬ সালে একমাত্র শিরোপাও জয় করেছিল তারা। সেবার সানরাইজার্সের অংশ ছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানও। আসরজুড়ে দারুণ পারফর্ম করে আইপিএলের সেরা উদীয়মান তারকার খেতাবও জিতেছিলেন তিনি। এরপর আর টুর্নামেন্টে সানরাইজার্স শিরোপার স্বাদ গ্রহণ করতে পারেনি।

 

পূর্ববর্তী নিবন্ধমেয়ে দিঠির অপেক্ষায় গাজী মাজহারুল আনোয়ারের পরিবার
পরবর্তী নিবন্ধটানা তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠলো বার্সেলোনা