পপুলার২৪নিউজ ডেস্ক:
বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ উড়ন্ত সূচনা করল আইপিএল ১০-এ। বুধবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে
তারা ৩৫ রানে হারিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরকে। হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচে যেমন মোস্তাফিজ খেলেননি, তেমনি ইনজুরির দরুন বাঙ্গালোরও এই ম্যাচে পায়নি অধিনায়ক বিরাট কোহলিকে।
টস হেরে ব্যাট করতে নামা হায়দরাবাদ যুবরাজ সিংয়ের ২৭ বলে ৬২ রানের ঝড়ো ইনিংসের সুবাদে চার উইকেটে ২০৭ রান করে ২০ ওভারে। ৪০ রান আসে ওপেনার শিখর ধাওয়ানের ব্যাট থেকে। কাটিং ছয় বলে ১৬ রানে অপরাজিত থাকেন।
২০৮ তাড়া করতে নামা বাঙ্গালোর উদ্বোধনী জুটিতে ৫২ রান তুললেও দুই বল বাকি থাকতে ১৭২ রানে অলআউট হয়ে যায়। ক্রিস গেইল ২১ বলে ৩২ এবং মানদিপ সিং ১৬ বলে ২৪ রান করেন। হেড ২২ বলে ৩০, যাদব ১৬ বলে ৩১ এবং ওয়াটসন ১৭ বলে ২২। দুটি করে উইকেট নেন নেহরা, বি. কুমার ও রাশিদ খান। ম্যাচসেরা যুবরাজ।