হাসান আলীর ৯ ওভারে ১০০ রান

পপুলার২৪নিউজ ডেস্ক:
পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ত্রাভিস হেডের জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৬৯ রান করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

এদিন টস জিতে পাকিস্তানের বোলারদের ওপর স্টিম রোলার চালান দুই অজি ওপেনার। ওয়ার্নার খেলেন তার ক্যারিয়ার সেরা ১৭৯ রানের ইনিংস। ত্রাভিস হেড তুলে নেন তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। হেড করেন ১২৮ রান।

এই দুজনেই পাকিস্তানের বোলারদের মাঝে আতংক ছড়ান। তাদের জুটিতে আসে ২৮৪ রান।

পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান দিয়েছেন হাসান আলী। তিনি ৯ ওভার বল করে ১০০ রান দেন। অবশ্য ২টি উইকেট পেয়েছেন এই পেসার। এছাড়া জুনায়েদ খান ২টি এবং মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ ১টি করে উইকেট লাভ করেন।

পূর্ববর্তী নিবন্ধগাইবান্ধায় শিশু তাসিন হত্যায় ৩ যুবকের ফাঁসি
পরবর্তী নিবন্ধঢাবি ইংরেজি বিভাগের পুনর্মিলনী শুক্রবার