পপুলার২৪নিউজ ডেস্ক:
টিম সাউদির বাউন্সার মাথায় লেগে অ্যাম্বুলেন্সে করে মাঠ ছেড়েছিলেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
সেখান থেকে সোজা তাকে হাসপাতালে নেয়া হয়। মাথা ও ঘাড়ের এক্স-রে শেষে হাসপাতাল থেকে এসেছে সুখবর। মুশফিকের চোট গুরুতর নয়। তিনি এখন অনেকটাই সুস্থ।
হাসপাতাল থেকে ফিরে এখন ড্রেসিং রুমে বসে খেলা দেখছেন মুশফিক।
মুশফিকের সঙ্গে হাসপাতালে যাওয়া দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, মুশফিক মাথার নিচের অংশে আঘাত পেয়েছিলেন। এজন্য মাথা ও ঘাড়ের এক্স-রে করানো হয়েছে, তাতে কোনো সমস্যা ধরা পড়েনি।
তিনি আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষ কিছুক্ষণ নিবিঢ় পর্যবেক্ষণে রেখে মুশফিককে ছেড়ে দিয়েছে। এখন মুশফিক ড্রেসিং রুমে বসে খেলা দেখছেন।
উল্লেখ্য, ওয়েলিংটনে সোমবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টিম সাউদির করা বাউন্সার মুশফিকের মাথায় লাগে। পরে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
মাঠে ফিজিওরা তাকে সুস্থ করার চেষ্টা করেন। তবে অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়।