হাসপাতাল ছেড়ে বাসায় ফিরছেন এটিএম

পপুলার২৪নিউজ ডেস্ক:

প্রায় চার মাস হাসপাতালের বিছানায় কাটিয়ে আজ বাসায় ফিরলেন দেশ বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান।এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনী জামান তাঁর বাসায় ফিরে আসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। চিকিৎসকের অনুমতিক্রমে এখন থেকে বাসাতেই চিকিৎসা চলবে তাঁর।
সবার কাছে এটিএম শামসুজ্জামানের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার স্ত্রী।
এদিকে তার মেয়ে জানান, ‘চারমাস চিকিৎসা নেয়ার পর চিকিৎসক বাবাকে বাসায় ফেরার অনুমতি দিয়েছে। তবে বাসায় গেলেও চিকিৎসকদের তত্বাবধানে চলতে হবে তাকে। বাসাতেই চিকিৎসা চলবে। তবে আল্লাহর কাছে শুকরিয়া তিনি বাবাকে গুরুতর অসুস্থতা থেকে সুস্থতা দান করেছেন। বাবাকে বাসায় নিতে পারছি। সবাই বাবার জন্য দোয়া করবেন।’
২৬ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে পুরোনো ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় বরেণ্য এ অভিনেতাকে। পরে সেখান থেকে শাহবাগের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। সেখানে ডাক্তার আতিকুর রহমানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে তার। এখানে তার বড় একটি অপারেশনও হয়।
এরপরই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন এ অভিনেতা। এবার বাসায় ফেরার খবর জানানো হলো। ১৩ মে আনুষ্ঠানিকভাবে এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সব ধরনের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হাসপাতালের তহবিলে জমা দেওয়া হয়েছে। নিয়মিত খোঁজ-খবরও রাখেন প্রধানমন্ত্রী।

 

পূর্ববর্তী নিবন্ধজন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঐশী
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যমন্ত্রীর বাসায় ঢুকতে না দেয়া দুঃখজনক : মেয়র আতিকুল