হাসপাতালে যেন দালাল ঢুকতে না পারে: স্বাস্থ্যমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

হাসপাতালে যেন কোনো দালাল ঢুকতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগ স্থানান্তর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ স্থানান্তর করে মূল ভবনের সামনে আনা হয়েছে। আজ দুপুরে নতুন জরুরি বিভাগটি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

এ উপলক্ষে আয়োজিত একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম বলেন, এখন থেকে হাসপাতালে যেন কোনো দালাল ঢুকতে না পারে। দালাল প্রতিরোধের জন্য তিনি হাসপাতালের পরিচালকসহ অন্য কর্মকর্তা, কর্মচারী ও নার্সদের সহযোগিতা চান।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘এই হাসপাতালের জরুরি বিভাগটি আগে এক কোনায় পড়ে ছিল। আমার নির্দেশে সেটি সামনে আনা হলো।’

পূর্ববর্তী নিবন্ধযাত্রাবাড়ীতে বেলুনে গ্যাস ভরার সময় বিস্ফোরণ,নিহত ২
পরবর্তী নিবন্ধওজন বাড়াচ্ছেন শহিদ