স্পোর্টস ডেস্ক : বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড কার্লোস তেভেজ। বুয়েন্স আয়ার্সের একটি হাসপাতালে নেওয়া হয় তাকে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) এই বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব ইন্ডিপেনডিয়েন্ত।
২০২২ সালে সব ধরনের ফুটবল থেকে অবসর নেওয়া তেভেজ বর্তমানে আর্জেন্টিনার ক্লাব ইন্ডিপেনডিয়েন্তের হেড কোচের দায়িত্বে আছেন।
সোশ্যাল মিডিয়া এক্সে এক বার্তায় ক্লাবটি জানিয়েছে, আমাদের কোচ কার্লোস তেভেজ বুকে ব্যথা নিয়ে সান ইসিড্রোর লা ত্রিনিদাদ হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিকভাবে তার পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক এসেছে বলেও জানিয়েছে তারা। যদিও সতর্কতা হিসেবে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা চলবে। সে পর্যন্ত হাসপাতালেই থাকবেন তিনি।
আরও পড়ুন
চেলসির জালে আর্সেনালের গোল উৎসব
২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে ৭৬ ম্যাচ খেলেছেন তেভেজ। জাতীয় দলের হয়ে কোনো ট্রফি না থাকলেও প্রিমিয়ার লিগে ম্যানইউর সঙ্গে দুইবার ও সিটির জার্সিতে একবার শিরোপা জেতেন তিনি।
২০২৩ সালের আগস্ট থেকে ইন্ডিপেনডিয়েন্তের কোচিংয়ে আসেন তেভেজ। ২০২২ সালের জুনে খেলোয়াড়ী ক্যারিয়ারের ইতি টেনে রোজারিও সেন্ট্রালের দায়িত্বে ছিলেন অল্প কিছুদিন।