পপুলার২৪নিউজ ডেস্ক:
বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে হাসপাতালে নেয়া হয়েছে। মাথায় গুরুতর কোনো আঘাত পেয়েছেন কিনা তা পরীক্ষা করতেই তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা চলাকালে অলিভারের একটি বাউন্সার মুশফিকের মাথায় লাগে।
সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মুশফিকের কাছে ছুটে যান আম্পায়ারসহ মাঠের সকল ক্রিকেটাররা।
মাঠে চলে আসেন দক্ষিণ আফ্রিকা দলের চিকিৎসকও।
কিছুক্ষণ পর আবারও উঠে দাঁড়ান মুশফিক। ব্যাটও করেন। তবে ব্যক্তিগত ২৬ রান করে আউট হন তিনি।
লাঞ্চ বিরতির আগে মুশফিক আউট হয়ে মাঠের বাইরে চলে আসলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। জনপ্রিয় ক্রীড়া ওয়েবসাইট ক্রিকইনফোতে এ তথ্য জানানো হয়।
মাথায় কোনো গুরুতর আঘাত পেয়েছেন কিনা মুশফিক তা নিশ্চিত হতেই তাকে হাসপাতলে নেয়া হয়েছে। তবে বিস্তারিত এখনও জানা যায়নি।