হাসনাত করিমের জামিন ফের নামঞ্জুর

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
34গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আবেদন নাকচ করেন।
গত বছরের ২৪ আগস্টও তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ঢাকা মহানগর হাকিম মো. সাজ্জাদুর রহমান।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. মইনুল হোসেন তার জামিন শুনানি করেন। শুনানিতে তিনি আদালতকে বলেন, মামলার এজাহারে আসামির নাম নেই। কিন্তু দীর্ঘদিন ধরে তিনি আটক আছেন। তিনি সম্পূর্ণ নির্দোষ, তাই আসামিকে জামিন দেওয়া হোক। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে দেন।

প্রসঙ্গত, হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ৩ আগস্ট তাকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়। ১৩ আগস্ট গুলশান হামলার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ওই দিনই দ্বিতীয় দফায় আদালত তার আটদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ৪ আগস্ট প্রথম দফায় হাসনাতের আটদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনে বিএনপির জেতার আশা বিলীন:কাদের
পরবর্তী নিবন্ধকক্সবাজারে অস্ত্র কারখানার সন্ধান