হালদায় ডিম ছাড়ছে মা মাছ

মুজিব উল্ল্যাহ্ তুষার,চট্টগ্রাম :
দক্ষিণ এশিয়ার একমাত্র বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে নমুনা
ডিম ছেড়েছে মা মাছ। রবিবার (৫মে) সকালে হালদা নদীর কয়েকটি স্পটে ডিমের নমুনা
পাওয়া গেছে বলে জানা যায়।

ডিম আহরণকারী উত্তর মাদার্শা এলাকার মাছুয়াঘোনা আজিজুল হক চৌকিদার বাড়ির মৃত
আজিজুল হক চৌকিদারের পুত্র মাহবুবুল আলম(৪৭), একই এলাকার কাশেম চেয়ারম্যানের
বাড়ির আজিজুল হকের পুত্র শফিউল আলম(৪০) বলেন শনিবার দিবাগত রাতে দুর্যোগপূর্ণ
আবহাওয়ায় কয়েক মিনিটের বৃষ্টিপাতে হালদায় মা মাছের ডিম ছাড়ার অনূকুল পরিবেশ
সৃষ্টি হয়েছে। শনিবার রাত দশটার পর থেকেই ডিম আহরণকারীরা ডিম সংগ্রহে নদীতে
বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে।

রবিবার সকাল সাতটার পর কিছু কিছু পয়েন্টে একটা দুইটা নমুনা ডিম পাওয়া গেছে তবে
বেলা বারোটার পর থেকে শতাধিক নৌকা নিয়ে অবস্থানকারী কয়েকশত ডিম আহরণকারী দুপুর
আড়াইটা পর্যন্ত ২শ গ্রাম থেকে শুরু করে সর্বোচ্চ ৫শত গ্রাম পর্যন্ত নমুনা ডিম
সংগ্রহ করছে। তবে এরপর থেকে আর কোন নমুনা ডিম সংগ্রহ সম্ভব হয়নি। হালদার
মাছুয়াঘোনা পোড়া আইলিয়া, আজিমের ঘাট, নয়াহাট, রামদাশ হাট, খলিফার ঘোণা,
কুমারিখাল, নাপিতের টেকসহ বিভিন্ন পয়েন্টে নৌকা, পাতিল, বালতিসহ ডিম আহরণ করার
সরঞ্জাম নিয়ে অপেক্ষা করছে। তবে রাতে বৃষ্টি হলেই পুরোদমে ডিম ছাড়বে কার্প
জাতীয় মা মাছগুলি। হাটহাজারী রাউজান উপজেলার মাছ আহরণকারীরা একজোট হয়ে কাঁধে
কাঁধ মিলিয়ে হালদায় অবস্থান করছে।

ডিম আহরণকারী রাউজান উপজেলার নোয়াপাড়া কচুখাইন এলাকার মৃত দেবেন্দ্র দাশের
পুত্র স্বপন দাশ বলেন শনিবার দিবাগত রাত থেকেই আমরা হালদাতে অবস্থান করছি।
সারাদিনে কয়েকশ গ্রাম করে ডিম আহরণ করতে পেরেছি যদি এক পশলা বৃষ্টি হয় তাহলে
মা মাছ পুরোদমে ডিম ছাড়বে। এবারের হালদার অবস্থা অনেকখানি ভাল তাই আশা করছি
গতবারের চাইতে দ্বিগুন ডিম আহরণ করতে পারব। তিনি আরো বলেন, এবার হাটহাজারীর
নতুন ইউএনও’র কারণে হ্যাচারীগুলোও সম্পূর্ণ প্রস্তুত তাই ডিম থেকে রেণু
ফোটানোর কোন সমস্যাই নেই।
নমুনা ডিম ছেড়েছে জানিয়ে সিনিয়র মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, হালদার
কয়েকটি স্পটে নমুনা ডিম ছেড়েছে। পরিদর্শন করে নিশ্চিত হয়েছি। তবে বৃষ্টি হলে
পুরোদমে ডিম ছাড়ার সম্ভাবনা ছিল।

পুরোদমে ডিম ছাড়লে কি পরিমাণ ডিম পাওয়া যাবে জানতে চাইলে তিনি বলেন যদি একটি
মা মাছও পুরোদমে ডিম ছাড়ে তাহলে একটি মা মাছ থেকে কমপক্ষে ৫০কেজি ডিম পাওয়া
যাবে কারণ একটি মা মাছ যখন তার পেটিতে থাকা দুই কেজি ডিম ছাড়ে তখন পানিতে সেটা
দুই কেজি থেকে ৮০কেজিতে পরিণত হয় তাহলে কি পরিমাণ মা মাছ আছে হালদায়  চিন্তা
করুন। সব মিলিয়ে এবার রেকর্ড পরিমাণ ডিম সংগ্রহ করতে পারবে ডিম আহরণকারীরা এমন
প্রত্যাশা করছেন তিনি।

এদিকে এবারই প্রথম সবকটি হ্যাচারী সম্পূর্ণ প্রস্তুত জানিয়ে ইউএনও রুহুল আমিন
জানান, ডিম আহরণকারীদের ডিম সংরক্ষণের জন্য ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ। উপজেলা
পরিষদের অর্থায়নে তিন লাখ টাকারও অধিক টাকা ব্যয় করে হ্যাচারীগুলো সংস্কার করা
হয়েছে। আশা করছি এবার ডিম আহরণকারীদের কোন অভিযোগ থাকবেনা কারোর প্রতি।

তিনি বলেন ডিম সংগ্রহ পর্যন্ত সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত থাকবে। সাধারণত
চৈত্র থেকে বৈশাখ ‍মাসে অমাবস্যা, পূর্ণিমা ও অষ্টমী তিথিতে প্রবল পাহাড়ি ঢল ও
শীতল আবহাওয়ায় কার্প জাতীয় মাছ নদীতে ডিম ছাড়ে। নমুনা ডিম মা মাছের প্রাকৃতিক
প্রজননের জন্য প্রস্তুতের আভাস। ’

দুপুরের পর থেকে রাত ১১টা পর্যন্ত আর কোন ডিম সংগ্রহ হয়নি জানিয়ে হালদায়
অবস্থানকারী উত্তর মাদার্শা এলাকার জামসেদ জানান, মনে হয়না আজ আর পাব। তারপরও
আরো কিছু সময় আমরা হালদায় অবস্থান করব তবে আজ না ছাড়লে আগামি সপ্তাহে
পূর্ণিমায় ডিম ছাড়বে মা মাছ।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ৩৫ দিনের ছুটি ঘোষণা
পরবর্তী নিবন্ধওয়ালটন কারখানায় এইচএফসি ফেজ আউটে ইউএনডিপির সঙ্গে চুক্তি