পপুলার২৪নিউজ ডেস্ক:
বিশ্বখ্যাত মার্কিন বিশ্ববিদ্যালয় হার্ভার্ডের ৩৮০ বছরের ইতিহাসে এই প্রথম শ্বেতাঙ্গ শিক্ষার্থীরা সংখ্যালঘু হতে চলেছে। খবর বিবিসির।
এ বিশ্ববিদ্যালয়ে পরের শিক্ষাবর্ষে যারা ভর্তি হতে চলেছেন, তাদের অর্ধেকেরও বেশি হবেন অশ্বেতাঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের বেশির ভাগই এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
সম্প্রতি প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ৫০ দশমিক ৮ শতাংশ নতুন ছাত্র বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় থেকে আসছে। গত বছর এই হার ছিল ৪৭.৩ শতাংশ।
পরিসংখ্যানে বলা হয়, নতুন শিক্ষার্থীদের ২২ দশমিক ২ শতাংশ এশিয়ান-আমেরিকান। এরপর রয়েছে আফ্রিকান-আমেরিকান ১৪ দশমিক ৬ শতাংশ, হিস্পানিক বা ল্যাটিনো ১১ দশমিক ৬ শতাংশ এবং ন্যাটিভ আমেরিকান বা বিভিন্ন প্যাসিফিক দ্বীপ থেকে আসা ২ দশমিক ৫ শতাংশ।
এ পরিসংখ্যান এমন সময় প্রকাশ হলো যখন মার্কিন বিচার বিভাগ ও নিউইয়র্ক টাইমসের মধ্যে চলমান এক বিবাদে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে জড়ানো হয়েছে।