হারনিয়ার উপসর্গ গুলো

পপুলার২৪নিউজ ডেস্ক:

হারনিয়া হল পেটের মধ্যস্থ খাদ্যনালী বা অন্য যে কোনো অঙ্গ পেটের দুর্বল স্থান দিয়ে বাইরে চলে আসাকে বোঝায়। হারনিয়া একটি সাধারণ রোগ। জন্ম থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত যে কারো এই রোগ হতে পারে।

সবচেয়ে কমন যে হারনিয়া হলো ইনগুইনাল হারনিয়া এবং ইনসিসনাল হারনিয়া বা অপারেশনের জায়গায় হারনিয়া। তবে ইনগুইনাল হারনিয়াই বেশি হয়ে থাকে।

কুচকির মাঝামাঝি ১/২ ইঞ্চি উপরে এই হারনিয়ার প্রাথমিক অবস্থান। এ রোগে আক্রান্ত বেশিভাগ রোগীই থাকেন পুরুষ।

কারণ: হারনিয়া একটি সার্জিক্যাল রোগ অর্থাৎ অপারেশন ছাড়া এ রোগ ভালো হয় না। পেট বা এবডোমেন ওয়ালের দুর্বলতাই হারনিয়া রোগের কারণ। তবে দুর্বলতা বিভিন্ন কারণে হতে পারে যেমন: জন্মগত, অপারেশন, আঘাত এবং ইনফেকশন ইত্যাদি।

উপসর্গ:

* হাঁটা-চলা করলে, ভারী বস্তু উঠালে কিংবা হাঁচি-কাশি দিলে কুচকির ওপরটা গোলাকার বলের মতো ফুলে ওঠে এবং শুয়ে থাকলে এটা চলে যায়।

* মাঝে মাঝে শক্ত হয়ে যায় এবং ব্যথা হয়। কিছুদিন এভাবে চলার পর গোলাকার ফোলাটি ইসক্রুটামে (অণ্ডকোষ থলিতে) নেমে আসে এবং শুয়ে থাকলে আপনা আপনি পেটের ভেতর শব্দ করে চলে যায়।

* প্রচণ্ড ব্যথা, বমি এবং পেট ফাঁপা ও পায়খানা বন্ধ হয়ে যেতে পারে। এই অবস্থাকে ইনটেন্সিটিনাল বা খাদ্যনালীর অবস্ট্রাকশন বলা হয়। এই অবস্থায় জরুরি অপারেশনের প্রয়োজন হয়।

* ফোলা অংশটি বড় হতে থাকে এবং মাঝে মাঝে চাপ দিয়ে ভেতরে ঢোকাতে হয়। তারপর ধীরে ধীরে চাপ দিলেও পেটের ভেতরে ঢোকে না।

চিকিৎসা: এ রোগের একমাত্র চিকিৎসা অপারেশনই। প্রাথমিক পর্যায়ে অপারেশন করাই ভালো।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে আইএস নেই, সব লোকাল জঙ্গি:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধরাবি উপাচার্যসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে রুল