হায়দার আকবর খান রনো মারা গেছেন

নিউজ ডেস্ক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা হায়দার আকবর খান রনো আর নেই। শুক্রবার (১০ মে) দিনগত রাত ২টার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

হায়দার আকবর খান রনোর মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার।

হায়দার আকবর খান ধানমন্ডির নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। গত সোমবার সন্ধ্যায় বেশি অসুস্থবোধ করলে তাকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি।

জলি তালুকদার বলেন, হায়দার আকবর খান রনোর শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার স্থান ও সময় পরে জানানো হবে।

হায়দার আকবর খান রনো ১৯৪২ সালের ৩১ আগস্ট অবিভক্ত ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নড়াইলের বরাশুলা গ্রামে।

মার্ক্সবাদী তাত্ত্বিক হায়দার আকবর খান রনো পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নেতা। তিনি একাধিক বইয়ের লেখক।

২০১০ সালে মতভিন্নতার কারণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ছেড়ে হায়দার আকবর খান সিপিবিতে যোগ দেন। ২০১২ সালে তাকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়। এরপর তিনি সিপিবির উপদেষ্টা হন।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কার কেন্দ্রীয় চুক্তিতে ৪১ জন ক্রিকেটার
পরবর্তী নিবন্ধডিএসইর বাজার মূলধনে যোগ হলো ১২৩৫ কোটি টাকা