হায়দরাবাদের বিপক্ষে ২৪৫ রানের পাহাড় পাঞ্জাবের

স্পোর্টস ডেস্ক

বেদম মার খেলেন মোহাম্মদ শামি। তার শেষ ওভারে এলো ২৭ রান। এর মধ্যে শেষ চার বলে চারটি ছক্কা হাঁকান মার্কাস স্টয়নিস।

সবমিলিয়ে ৬ উইকেটে ২৪৫ রানের বড় পুঁজি দাঁড় করিয়েছে পাঞ্জাব কিংস। অর্থাৎ জিততে হলে সানরাইজার্স হায়দরাবাদকে করতে হবে ২৪৬।

হায়দরাবাদের মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল পাঞ্জাব। ৬ ওভারের পাওয়ার প্লেতে ১ উইকেটে তারা তোলে ৮৯ রান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান প্রিয়ানশ আরিয়া ১৩ বলে ৩৬ আর প্রভসিমরান সিং ২৩ বলে তোলেন ৪২ রান।

এরপর তাণ্ডবলীলা চালান শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব অধিনায়ক ৩৬ বলে খেলেন ৮২ রানের বিধ্বংসী ইনিংস, যে ইনিংসে ৬টি করে চার-ছক্কা হাঁকান তিনি।

মাঝে নেহাল ওয়াধেরা ২২ বলে ২৭ আর শেষদিকে মার্কাস স্টয়নিস ১১ বলে ১ চার আর ৪ ছক্কায় করেন অপরাজিত ৩৪ রান।

শামি ৪ ওভারে ৭৫ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। আইপিএলের ইতিহাসে কোনো বোলারের দ্বিতীয় খরুচে বোলিংয়ের রেকর্ড এটি।

হর্ষল প্যাটেল ৪২ রানের বিনিময়ে শিকার করেন ৪টি উইকেট।

পূর্ববর্তী নিবন্ধডি ব্রুইনার দ্যুতি ছড়ানোর রাতে বিশাল জয় ম্যানসিটির
পরবর্তী নিবন্ধশর্মিলার ক্যানসার প্রসঙ্গে মুখ খুললেন সোহা