পপুলার২৪নিউজ প্রতিবেদক:
সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া জঙ্গি হামলাগুলোর আগাম তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ছিল বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া জঙ্গি হামলাগুলো কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এসব হামলার আগাম তথ্য আমাদের কাছে ছিল। এসব ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আজ শনিবার সকালে রাজধানীর ধানমণ্ডির সুফিয়া কামাল কমপ্লেক্সে জঙ্গিবাদ বিরোধী এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, দেশে আইএসের কোন অস্তিত্ব নেই, তবে তাদের মতাদর্শী অনুসারীরা আছে। তারাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। ধর্মের অপপ্রচার চালিয়ে নাশকতা চালানো হচ্ছে। এসব ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। এগুলো মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে।
আছাদুজ্জামান মিয়া বলেন, জঙ্গিদের সকল নেটওয়ার্ক আইনশৃঙ্খলা বাহিনী জানে। জঙ্গি দমনে আমরা সফলভাবে কাজ করে যাচ্ছি। জাতীয় পর্যায়ে কাউন্টার টেরোরিজম ইউনিট গঠনের কাজ চলছে। জঙ্গিবাদ এখন বিশ্বের বড় সমস্যা। সে সমস্যা মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। প্রসঙ্গত, গত তিনদিন ধরে একের পর এক জঙ্গি বিরোধী অভিযান ও জঙ্গিদের আত্মঘাতী হওয়ার ঘটনা ঘটছে।
হামলার আগাম তথ্য ছিল: ডিএমপি কমিশনার
পপুলার২৪নিউজ প্রতিবেদক:
সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া জঙ্গি হামলাগুলোর আগাম তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ছিল বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া জঙ্গি হামলাগুলো কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এসব হামলার আগাম তথ্য আমাদের কাছে ছিল। এসব ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আজ শনিবার সকালে রাজধানীর ধানমণ্ডির সুফিয়া কামাল কমপ্লেক্সে জঙ্গিবাদ বিরোধী এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, দেশে আইএসের কোন অস্তিত্ব নেই, তবে তাদের মতাদর্শী অনুসারীরা আছে। তারাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। ধর্মের অপপ্রচার চালিয়ে নাশকতা চালানো হচ্ছে। এসব ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। এগুলো মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে।
আছাদুজ্জামান মিয়া বলেন, জঙ্গিদের সকল নেটওয়ার্ক আইনশৃঙ্খলা বাহিনী জানে। জঙ্গি দমনে আমরা সফলভাবে কাজ করে যাচ্ছি। জাতীয় পর্যায়ে কাউন্টার টেরোরিজম ইউনিট গঠনের কাজ চলছে। জঙ্গিবাদ এখন বিশ্বের বড় সমস্যা। সে সমস্যা মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। প্রসঙ্গত, গত তিনদিন ধরে একের পর এক জঙ্গি বিরোধী অভিযান ও জঙ্গিদের আত্মঘাতী হওয়ার ঘটনা ঘটছে।