স্পোর্টস ডেস্ক:
এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরীর। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার স্কোয়াডে যোগ দেওয়ায় দলের সবাই উজ্জ্বীবিত।
ইতোমধ্যেই দুই দিন হামজার সঙ্গে অনুশীলন করেছেন ফুটবলাররা। হামজার মতো ফুটবলারকে সতীর্থ হিসেবে পেয়ে খুশি রাকিব। বেশ অনুপ্রাণিত হয়ে এই ফরোয়ার্ড বলেন, ‘হামজা আমাদের প্রত্যেক খেলোয়াড়ের জন্য অনুপ্রেরণা।’
হামজা আসায় আরো বেশি ভালো খেলার তাগিদ অনুভব করছেন রাকিব, ‘তাকে ভালো খেলা উপহার দেয়া আমাদের দায়িত্ব। আমরা ভারত ম্যাচটি জিততে চাই। এজন্য গোল করতে হবে। ফরোয়ার্ডদের গোল করতে হবে।’
বাংলাদেশ দলের ডিফেন্ডার ইসা ফয়সাল ভারত ম্যাচের দিকেই মনোযোগ রাখছেন, ‘আমাদের মেইন ফোকাসটা হচ্ছে ইন্ডিয়াকে। এই সময়টা আমাদেরকে জিততে হবে।’
এদিকে বাংলাদেশে মার্চের শেষ দিকে গরমের আবহ থাকলেও ভারতের মেঘালয় রাজ্যে বিকেলের পর থাকে ঠান্ডা। আজ ঠান্ডা আবহাওয়ায় অনুশীলন করলেও সমস্যা নেই বাংলাদেশের ফুটবলারদের, ‘সৌদির আবহাওয়া ঠান্ডা ছিল। এখানেও ঠান্ডা ফলে কন্ডিশন নিয়ে আমাদের সমস্যা নেই।’