হাথুরুসিংহের পদত্যাগের ধরণ খুবই অপেশাদার: ফারুক

পপুলার২৪নিউজ ডেস্ক:

হাথুরুসিংহের পদত্যাগের ধরণ অপেশাদার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

রাজধানীর মিরপুরে বিসিবি একাডেমি মাঠে সিলেট সিক্সার্সের অনুশীলনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফারুক আহমেদ বলেন, হাথুরুসিংহ যেভাবে পদত্যাগ করেছেন, তা খুবই অপেশাদার বলে মনে হয়েছে। তিনি এভাবে পদত্যাগ করতে পারেন না।

তিনি আরও বলেন, কোচ হিসেবে তিনি সিলেকশন কমিটিতে যেভাবে ভূমিকা রেখেছেন, তাও প্রশ্নের জন্ম দিয়েছে।

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহে বর্তমানে শ্রীলংকায় ছুটিতে রয়েছেন।

এর মধ্যেই বৃহস্পতিবার খবর ছড়িয়ে পড়ে তিনি বিসিবিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পরে বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানান, হাথুরুসিংহে ইমেইলে পদত্যাগ পাঠিয়ে দিয়েছেন। তার সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

ফারুক আহমেদ চলতি বিপিএলে সিলেট সিক্সার্সের মেন্টরের দায়িত্ব পালন করছেন।

সিলেট সিক্সার্স তাদের দলীয় ৪ ম্যাচের তিনটিতে জয়লাভ করে পারফরম্যান্সের তুঙ্গে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএক সঙ্গে জেডিসি পরীক্ষা দিচ্ছে তিন যমজ বোন
পরবর্তী নিবন্ধনির্বাচন মামার বাড়ির আবদার নয় : সেতুমন্ত্রী