হাওরে ক্ষতিগ্রস্তদের ফ্রি চিকিৎসা দেবে সরকার:স্বাস্থ্যমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, হাওর এলাকার ক্ষতিগ্রস্ত মানুষকে সারা বছর বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। এ জন্য হাওরপাড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প খোলা হবে। ফসলহারা মানুষের বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করবে সরকার।

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা উচ্চবিদ্যালয় মাঠে আজ বুধবার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ বিতরণকালে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। বেলা একটায় ত্রাণ বিতরণ শেষে সেখানে একটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন তিনি। এখান থেকে ফসলহারা লোকজন বিনা মূল্যে চিকিৎসাসেবা পাবেন।

মোহাম্মদ নামিস আরও বলেন, ‘আমরা খালেদা জিয়ার মতো ঢাকায় বসে বক্তৃতা-বিবৃতি দিই না। হাওরে মানুষের এই দুঃখ-দুর্দশায় তাঁদের পাশে এসে দাঁড়িয়েছি। ইতিমধ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এসেছেন।’

হাওরের মানুষ না খেয়ে থাকবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার তাদের খাবারের ব্যবস্থা করবে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য একের পর এক উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় সবকিছু করা হবে।

ত্রাণ বিতরণের সময় মোহাম্মদ নাসিমের সঙ্গে সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন, সুনামগঞ্জের সিভিল সার্জন আশুতোষ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাতাস থেকে পাওয়া যাবে খাবার পানি!
পরবর্তী নিবন্ধসংবাদমাধ্যম বা সাংবাদিকেরা চাপে নেই: তথ্যমন্ত্রী