হাওরের মাছ নিয়ে গবেষণা জরুরি: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
হাওরাঞ্চলের মাছ নিয়ে গবেষণা করা জরুরি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর খামারবাড়িতে কেআইবি অডিটোরিয়ামে ‘দেশীয় মাছ সংরক্ষণ ও হাওরের মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমার স্বপ্ন সুনামগঞ্জে একটি কলেজ বা বিশ্ববিদ্যালয় করা। কিন্তু এমন একটি মন্দা সময় যাচ্ছে যা বেশিদিন চলবে না। হাওরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) একটি ইনস্টিটিউট করা উচিত। আমার বাড়ির ১০০ গজের মধ্যে হ্যাচারি আছে। হাওরের মাছগুলো নিয়ে গবেষণা করা জরুরি। এটি নিয়ে আমরা সহযোগিতা করবো। পানি প্রবাহ নিয়ে অনেক আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন হাওরে আর রাস্তা নির্মাণ হবে না।

‘পাখির যেমন চলাচলের রুট আছে, মাছেরও নিশ্চয়ই চলাচলের রুট আছে। সড়ক নির্মাণ করলে শুধু পানির জন্য নয়, মাছের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। তাদেরও ক্ষতি হতে পারে। সরকারপ্রধান বলেছেন আর হাওরে সড়ক নির্মাণ করবো না। যেগুলো সড়ক আছে, প্রকৃতি মেনে নিয়েছে সেগুলো থাকবে। নতুন যদি সড়ক দরকার হয়। ফ্লাইওভার করে সড়ক করা হবে। সুতরাং আশা করি, তাতে মাছের উপকার হবে।’

মন্ত্রী বলেন, উৎপাদিত মাছ চেয়ে মানুষ হাওরের মাছ বেশি পছন্দ করে, স্বাদেও ভালো। মুরগির বেলায়ও ফার্মের মুরগি খেতে চায় না মানুষ। আমার ধারণা হাওরের মাছের বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত।

বন্যার কারণে অনেকের ফার্মের মাছ ভেসে গেছে। এতে উদ্যােক্তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বহু টাকা ইনভেস্ট করেছে এখানে। তাদের সমস্যাটা দেখতে হবে, ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা ভাবা দরকার। মৎস্য মন্ত্রণালয়কেও এটি দেখার অনুরোধ জানান আব্দুল মান্নান।

মিঠাপানির মাছের পাশাপাশি সামুদ্রিক মাছেও নতুন প্রজন্মের আগ্রহ রয়েছে, এটি নিয়েও কাজ করা দরকার বলে মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী

আব্দুল মান্নান বলেন, সরকারপ্রধান মিতব্যয়ী হওয়ার জন্য বলেছেন। শুধু আমাদের নয়, সারাবিশ্বেই তো সমস্যা চলছে। আমাদের মতো একটি উন্নয়নশীল দেশেও সেক্ষেত্রে কিছুটা মিতব্যয়ী হওয়া জরুরি। তাই সবক্ষেত্রেই আমরা সে বিষয়টি মাথায় রাখবো।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বক্তব্য দেন।

পূর্ববর্তী নিবন্ধআনিকার গানে নারগিস ফাখরি
পরবর্তী নিবন্ধশ্রীলঙ্কার বহু হাসপাতাল দেউলিয়া: বন্ধ অস্ত্রোপচার, রোগীদের আর্তনাদ