হাওররক্ষা বাঁধের কাজে তথ্য প্রদানে লুকোচুরি

নুর উদ্দিন, সুনামগঞ্জ :

সুনামগঞ্জ পাউবো’র পক্ষ থেকে মঙ্গলবার দাবি করা হয়েছে ১১ উপজেলার ২২২ টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) বাঁধের কাজ শুরু করেছে। কিন্তু বেশিরভাগ উপজেলা নির্বাহী কর্মকর্তার ওয়েব পোর্টালে এখনও পিআইসিদের নাম পরিচয় কিংবা হাওর রক্ষা বাঁধের কাজের অগ্রগতি প্রকাশ করা হয়নি। এ কারণে গণমাধ্যম কর্মী সহ সাধারণেরা পিআইসির দায়িত্বে কে-কোথায় আছেন, অনেক উপজেলায় জানাই সম্ভব হচ্ছে না।
পাউবো সূত্রে জানা গেছে, জেলার ৩৭ বৃহৎ হাওরের বাঁধের জন্য ৫৫৩ টি পিআইসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরমধ্যে ২২২ টি প্রকল্পে কাজ শুরু হয়েছে। এগুলোর মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৯ টি’র মধ্যে ১, ধর্মপাশায় ৭৪’র মধ্যে ৬৬, জামালগঞ্জ উপজেলায় ৫৩’র মধ্যে ৩০, তাহিরপুরে ৬৬’র মধ্যে ৩ এবং বিশ্বম্ভরপুরে ১৬’র মধ্যে ৬, দক্ষিণ সুনামগঞ্জে ৪০’র মধ্যে ২৫, ছাতকে ৭’এর মধ্যে ১, জগন্নাথপুরে ৫০’এর মধ্যে ১৫, দোয়ারাবাজারে ২৩’এর মধ্যে ২০, দিরাইয়ে ১০১’এর মধ্যে ২৫, শাল্লায় ১১৪’এর মধ্যে ৩০ টি বাঁধে কাজ শুরু করেছে পিআইসি।
বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মণ বলেন, বিশ্বম্ভরপুরে ৬ টি বাঁধে সামান্য পরিমাণে কাজ হয়েছে।
দিরাইয়ের গণমাধ্যম কর্মী আবু হানিফ চৌধুরী বলেন, ২৫ টি বাঁধে কাজ শুরু হয়েছে বললেও কোথাও ছবি তোলার মতো কাজও হয়নি।
ধর্মপাশা উপজেলায় ৭৪ টি পিআইসির মধ্যে ৬৬ টিতে কাজ শুরু হয়েছে বললেও ধর্মপাশা উপজেলার ওয়েব পোর্টালে এখনো এবারের হাওর রক্ষা বাঁধের কোন তথ্যই প্রকাশ পায়নি।
স্থানীয় একাধিক গণমাধ্যম কর্মী বলেছেন, গত বছর ডিসেম্বর মাসেই উপজেলা ওয়েব পোর্টালে হাওর রক্ষা বাঁধের নানা তথ্য পাওয়া গেছে। এবার ওয়েব পোর্টালে এখনো তথ্য প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেও পিআইসি’র তালিকাসহ বাঁধের কোন তথ্যই পাওয়া যাচ্ছে না। উপজেলা হাওর রক্ষা বাঁধ মনিটরিং কমিটির সদস্য সচিব পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মাহমুদ ইসলাম কোন কোন গণমাধ্যম কর্মীকে তথ্য পেতে তথ্য অধিকার আইনে আবেদন করার কথাও জানিয়ে দিয়েছেন।
প্রকৌশলী মাহমুদ ইসলামের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানালেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তথ্য অধিকার আইনে আবেদন করার পরামর্শ তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের দিয়েছেন। এই বিষয়ে জানতে ইউএনও সাহেবকেই ফোন দিতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান বলেন, আমরা দুয়েক দিনের মধ্যেই উপজেলা ওয়েব পোর্টালে পিআইসি’র কমিটিসহ সব কিছুই প্রকাশ করবো।
তথ্য নিয়ে লুকোচুরি রয়েছে অন্যান্য উপজেলায়ও। গেল বছর ডিসেম্বরের মধ্যেই বাঁধের কাজের তথ্য ওয়েব পোর্টালে দেওয়া হয়েছিল, এবার কেন দেওয়া হচ্ছে না। এমন প্রশ্নের জবাবে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন শীঘ্রই উপজেলা ওয়েব পোর্টালে তথ্য প্রকাশ করা হবে।
সুনামগঞ্জ পাউবো’র নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, বাঁধের কাজে স্বচ্ছতা আনয়নের জন্য উপজেলা পোর্টালে কেবল তথ্য প্রকাশ নয়। প্রত্যেক পিআইসিকে তার কর্ম এলাকার দর্শনীয় স্থানে বিস্তারিত তথ্য দিয়ে সাইনবোর্ড লাগানোর নির্দেশ দেওয়া রয়েছে। তিনি জানান, বাঁধের কাজের বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করছেন মাননীয় পানি সম্পদ মন্ত্রীও। আগামী ২৫ জানুয়ারি পানি সম্পদ মন্ত্রী সুনামগঞ্জে আসবেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, জেলা প্রশাসকের ওয়েব পোর্টালসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ওয়েব পোর্টালে বাঁধের কাজের বিস্তারিত তথ্য দ্রুত প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধতারেকের এপিএস অপু কারাগারে
পরবর্তী নিবন্ধদোয়ারায় লক্ষাধিক মানুষের ভরসা বাঁশের সেতু