হাইকোর্টে রাশেদ চিশতীর জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক:

মানি লন্ডারিং প্রতিরোধ আইনসহ পাঁচ মামলায় ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীকে দেয়া জামিন বাতিল চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে নিম্ন আদালতে একটি মামলায় রাশেদুল হক চিশতিকে দেয়া জামিনের রায় হাইকোর্টেও বহাল থাকল।

এক মামলায় জামিন মঞ্জুর করে নিম্ন আদালতের দেয়া আদেশের বিরুদ্ধে দুদকের করা রিভিশন আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২৬ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দীন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এদিন দুদকের পক্ষে শুনানি করেন মো. খুরশিদ আলম খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা ও আন্না খানম কলি। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী শাহরিয়ার কবির ও সিনিয়র আইনজীবী এ এফ এম হাসান আরিফ।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

এদিকে, দুদকের আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান বলেন, রাশেদ চিশতির জামিন বাতিলে চেয়ে ৫ টি রিভিশন আবেদনের ওপর শুনানির জন্যে হাইকোর্টের কজলিস্টে ছিলো। আজ একটির বিষয়ে আদেশ দিলেন আদালত।

আইনজীবীদের তথ্যমতে, রাশেদ চিশতীর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে গত বছর ১৮ ও ১৯ মে ঢাকার আদালত থেকে চারটি মামলায় জামিন পান তিনি। টাঙ্গাইলের দায়রা আদালত থেকে আরেকটি মামলায় গত বছরের ২৭ মে জামিন পান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম নৌপ্রধান ক্যাপ্টেন নুরুল হক মারা গেছেন
পরবর্তী নিবন্ধব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৯