রাজধানীর গুলশানে হলি আর্টিজান হামলা মামলার আট আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচারের দাবি জানিয়েছে। এরপর মামলার যুক্তিতর্ক শুনানির জন্য ৬ নভেম্বর তারিখ ধার্য করা হয়। বুধবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এই আদেশ দেন।
হলি আর্টিজান হামলা মামলার ৮ আসামির মধ্যে দুই জন মৌখিকভাবে আদালতে জবানবন্দি দিয়ে নিজেদের নির্দোষ দাবি করে। তারা হলা—মিজানুর রহমান ওরফে বড় মিজান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী।
বাকি ছয়জন লিখিতভাবে বক্তব্য দিয়ে নিজেদের নির্দোষ দাবি করে। তারা হলো—আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র্যাশ, হাদিসুর রহমান সাগর, রাকিবুল হাসান রিগ্যান, আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ।
এর আগে, ২৭ অক্টোবর মামলার সাক্ষ্যগ্রহণ শেষ। এই পর্যন্ত মোট ১১৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন ট্রাইব্যুনাল।