হলি আর্টিজানে হামলা : তাহমিদের মামলার রায় ১৬ এপ্রিল

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি এন্ড রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনা তদন্তে পুলিশকে তথ্য না দেয়ায় কানাডা প্রবাসী তাহমিদ হাসিব খানের বিরুদ্ধে নন প্রসিকিউশন মামলার রায় ঘোষণা করা হবে ১৬ এপ্রিল।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান রায় ঘোষণার জন্য নতুন এদিন ধার্য করেন।

এর আগে গত ২০ মার্চ রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আদালত রায় ষোষণার জন্য আজকের দিন ধার্য করেন।

কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় আদালত রায় ঘোষণার জন্য ১৬ এপ্রিল নতুন দিন ঠিক করেন।

গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় গত বছরেরে ২ আগস্ট রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ৫৪ ধারায় তাহমিদ হাসিব খানকে গ্রেফতার করে পুলিশ।

এরপর ২৮ সেপ্টেম্বর ডিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের পরিদর্শক মো. হুমায়ুন কবীর তাহমিদের বিরুদ্ধে গুলশান হামলায় সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় ৫৪ ধারায় অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন।

একই সঙ্গে সরকারি কর্মচারির নোটিশের জবাব না দেয়ায় একটি নন প্রসিকিউশন (দণ্ডবিধি ১৭৬ ধারা) মামলা করেন।

এরপর ঢাকা মহানগর হাকিম নুর নবী ৫৪ ধারা থেকে তাহমিদকে ৫ অক্টোবর অব্যাহতি প্রদান করেন।

আজ তার বিরুদ্ধে নন প্রসিকিউশন মামলার রায় ঘোষণা করা হলো।

উল্লেখ্য, গত বছরের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারি এন্ড রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশী নাগরিকসহ ২২ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়।

ওই ঘটনায় জড়িত সন্দেহে কানাডা প্রবাসী তাহমিদ হাসিব খান পুলিশের নজরদারিতে ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধইবি ছাত্রলীগের দায়িত্ব পাচ্ছেন শাহিন-হালিম
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মিসবাহ