হলি আর্টিজানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

গুলশানের হলি আর্টিজানে চলছে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন।

শনিবার সকাল থেকেই ফুল নিয়ে আসছেন সাধারণ মানুষ ও স্বজনরা।

বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। সাধারণ পথচারীও এ সময় শ্রদ্ধা নিবেদন করেন। এসময় নিরবে এই নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদ জানান তারা। বয়স্কদের পাশাপাশি শিশুরাও ছিলে এই শোকের কাতারে।

বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নিহতদের স্বজনদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। জোরদার করা হয়েছে গুলশানের নিরাপত্তা ব্যবস্থা। ব্যাপক তল্লাশি চালিয়েছে পুলিশ।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারিতে একদল জঙ্গির হামলায় দুই পুলিশ কর্মকর্তা ও ১৭ বিদেশিসহ ২২ জন প্রাণ হারান। পরদিন সকালে কমান্ডো অভিযান চালিয়ে হলি আর্টিজানের নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী।

জঙ্গি হামলা ও কমান্ডো অভিযানের কারণে বেকারির সীমানা দেয়াল ও ভবনের বেশির ভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়। ভেতরে থাকা মালামালও নষ্ট হয়ে যায়। এরপর থেকেই প্রতিষ্ঠানটি বন্ধ ছিল। চলতি বছরের ১০ জানুয়ারি নতুন ঠিকানায় গুলশান এভিনিউয়ের র‌্যাংগস আর্কেডের দ্বিতীয় তলায় স্বল্পপরিসরে হলি আর্টিজানের যাত্রা শুরু হয়। বর্তমানে সেখানে সাতজন কর্মী কাজ করছেন।

হলি আর্টিজানের ব্যবস্থাপক সাদাত মেহেদী বলেন, মানুষের জীবনে ভালো সময় আসে, খারাপ সময় আসে, আমাদের ব্যবসায়ও একটা খারাপ সময় এসেছিল। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা আমরা করছি।’

তিনি আরও বলেন, ৫০০ বর্গফুট জায়গায় বেকারিটি চালু করেছি। আগে ছিল দুই হাজার বর্গফুট জায়গা।’ হামলায় ক্ষতিগ্রস্ত হলি আর্টিজান বেকারি (গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের ৫ নম্বরের বাড়ি) এখন সংস্কার করা হচ্ছে বসবাসের জন্য।

পূর্ববর্তী নিবন্ধতিস্তার পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার উপরে
পরবর্তী নিবন্ধজঙ্গি নির্মূলে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে : সেতুমন্ত্রী