বিনোদন ডেস্ক : ‘নাটু নাটু’ গানের জন্য সম্প্রতি গ্লোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতে নিয়েছিল ভারতের আলোচিত সিনেমা ‘ট্রিপল আর’। এস এস রাজামৌলি পরিচালিত সিনেমাটি ফের আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের ঝড় তুলেছে। এবার হলিউড ক্রিটিক্স অ্যাসোসিয়েশনের চারটি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে ‘ট্রিপল আর’।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) হলিউড ক্রিটিক্স অ্যাসোসিয়েশন টুইটারে জানিয়েছে, সেরা আন্তর্জাতিক সিনেমা, সেরা অ্যাকশন সিনেমা, সেরা স্টান্টস এবং সেরা গানের বিভাগে সেরার পুরস্কার পেয়েছে ‘ট্রিপল আর’।
এদিকে আগামী ১২ মার্চ লস অ্যাঞ্জেলেসে বসতে যাচ্ছে সিনেমা জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার অ্যাওয়ার্ডের আসর। যেখানে সেরা গানের বিভাগে মনোনীতদের তালিকায় রয়েছে ‘ট্রিপল আর’ সিনেমার গান ‘নাটু নাটু’। তার আগে হলিউড ক্রিটিক্স অ্যাসোসিয়েনের মঞ্চে এমন সাফল্যে উচ্ছ্বসিত সিনেমাটির পুরো টিম।
হলিউড ক্রিটিক্স অ্যাসোসিয়েনের মঞ্চে সেরা ‘অরিজিনাল সং’ বিভাগে সেরা নির্বাচিত হয়েছে ‘নাটু নাটু’। এই বিভাগেই অস্কারের জন্য লড়াইয়ে রয়েছে ‘ট্রিপল আর’। দক্ষিণ ভারতীয় এই সিনেমাটির মাধ্যমে দীর্ঘ ১৪ বছর পর ভারতের সামনে অস্কার জয়ের হাতছানি।
কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ।
৪৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমা প্রযোজনা করেছে ডিভিভি নায়া। বক্স অফিসে ১২০০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি। যুক্তরাষ্ট্রেও দুর্দান্ত ব্যবসা করেছে। হলিউড তারকারা মুগ্ধ রাজামৌলির ‘ট্রিপল আর’ দেখে। রুশো ব্রাদার্স, স্টিভেন স্পিলবার্গ থেকে জেমস ক্যামেরুন- অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন ‘ট্রিপল আর’ টিমকে।