হবিগঞ্জ-৪ আসনে নৌকার মাঝি ড. ফরাসউদ্দিন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

আসন্ন জাতীয় নির্বাচনে হবিগঞ্জ-৪ আসন থেকে নৌকার মাঝি হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসন।

লুৎফর রহমান সরকার দায়িত্ব ত্যাগের পর তিনি ১৯৯৮ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পান। ২০০১ সালের ২২ নভেম্বর পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করেন।

চুনারুঘাটে বনাঞ্চল রেমা কালেঙ্গা, সাতছড়ি জাতীয় উদ্যান, বাল্লা স্থলবন্দরসহ বেশ কয়েকটি চা বাগান এবং মাধবপুরে একাধিক গ্যাসক্ষেত্র, ও রাবার বাগান থাকায় অর্থনৈতিক দিক দিয়ে আসনটি খুবই গুরুত্বপূর্ণ।

এ আসনে স্বাধীনতা পরবর্তী ১০ বারের নির্বাচনে আওয়ামী লীগ জয় পায় সাত বার।

হবিগঞ্জ-৪ আসনে মোট ভোটার চার লাখ ২২ হাজার ৬২৩ জন। এরমধ্যে পুরুষ দুই লাখ ১০ হাজার ৫৬৬ জন এবং নারী ভোটার দুই লাখ ১২ হাজার ৫৭ জন।

পূর্ববর্তী নিবন্ধএসবিএসি ব্যাংকের সঙ্গে অ্যাপোলো হসপিটালের চুক্তি
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে সমবায় দিবস পালিত