পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ২০ জন।
সোমবার তে বানিয়াচং-হবিগঞ্জ সড়কের ভাটিপাড়া এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। নিতহরা হলেন, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজ উল্লাহ নোয়াগর গ্রামের মৃত জমাদার উল্লাহর ছেলে এবং বানিয়াচং উপজেলা সদরের মাতাপুর মহল্লার মমতাজ হোসেনের ছেলে আমির হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চান্দের গাড়িটি হবিগঞ্জ খোয়াইমুখ বাসস্ট্যান্ড থেকে যাত্রি নিয়ে বানিয়াচংয়ের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িটি ভাটিপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইউপি সদস্য হাফিজ উল্লাহ নিহত হন। আহত হয়েছেন আরো ২১ জন। পরে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আমির হোসেন নামে আরো একজন মারা যান।
হবিগঞ্জ ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন কর্মকর্তা সামছুল আলম জানিয়েছেন, আশঙ্কা করা হচ্ছে গাড়ির ভেতরে আরও যাত্রি আটকে থাকতে পারেন। রশি দিয়ে টেনে গাড়িটি খাদ থেকে উঠানো সম্ভব হচ্ছে না। গাড়ি উঠাতে গেলে রেকার কিংবা চেইনকব্জার প্রয়োজন। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানিয়েছেন, দুর্ঘটনায় ইউপি সদস্যসহ ২ জন নিহত হয়েছেন। আটকে থাকা যাত্রিদের উদ্ধারে হবিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা আপ্রাণ চেষ্টা করেছেন।