হত্যাকাণ্ডে জড়িতদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার সময় যেসব হত্যাকাণ্ড ঘটেছে, তাতে জড়িতদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‌‘প্রতিটি ঘটনার তদন্ত করা হবে। প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হবে।’

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে চলা সংকট আইনি প্রক্রিয়ায় সমাধানের সুযোগ রয়েছে বলেও জানান শেখ হাসিনা।

পূর্ববর্তী নিবন্ধঢাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ক্যাম্পাস ছাড়লেন শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধজাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী