হঠাৎ আইপিএলের ডাক পেলেন মুজিব, নৈপথ্যে কী?

স্পোর্টস ডেস্ক:

আইপিএলে ৪ মৌসুম খেলার অভিজ্ঞতা ছিল আফগানিস্তানের স্পিনার মুজির উর রহমানের। কিন্তু সর্বশেষ ২০২১ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা এই স্পিনারকে ২০২৫ সালের মেগা নিলামে কেনেনি কোনো ফ্র্যাঞ্জাইজি। যে কারণে বেশ হতাশই হয়েছেন ডানহাতি আফগান স্পিনার।

শেষ পর্যন্ত কপাল খুলেছে মুজিবের। আইপিএলে ডাক পেয়েছেন তিনি। জাতীয় দলে সতীর্থ আল্লাহ মোহাম্মদ গজনফার ইনজুরিতে পড়ায় মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন মুজিব।

আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স আজ রবিবার এক বিবৃতিতে বলেছে, ‘আফগানিস্তানের অফস্পিনার মুজিব উর রহমানকে আইপিএল ২০২৫ এর জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি ইনজুরিতে থাকা আল্লাহ গজনফারের পরিবর্তে দলে যোগ দিয়েছেন।’

সম্প্রতি জিম্বাবুয়ে সফরের সময় চোট পেয়েছিলেন গজনফার। মুম্বাই আরও বলেছে, ‘মুম্বাই ইন্ডিয়ান্স গজনফারের দ্রুত সুস্থতা কামনা করছে এবং মুজিবকে একক পরিবারে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে।’

আফগানিস্তানের অন্যতম কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন মুজিব। মাত্র ১৭ বছর বয়সেই আইপিএলে খেলতে নামেন, ২০১৮ সালে আসরে দিয়ে। ইতোমধ্যেই আন্তর্জাতিক ও ঘরোয়া মিলিয়ে তিনশোর বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুজিব। ৬.৫ ইকোনমিতে ৩৩০ উইকেট নিয়েছেন।

এর আগে সৌদি আরবের জেদ্দায় ২০২৫ সালের মেগা নিলামে গজনফারকে দলে নেয় মুম্বাই। ১৮ বছর বয়সী প্রতিভাবান স্পিনারকে ৪ কোটি ৮০ লাখ রুপির বিনিময়ে দলে অন্তর্ভুক্ত করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চোটের কারণে আগামী ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল থেকে ছিটকে গেছেন গজনফার।

পূর্ববর্তী নিবন্ধজাহাঙ্গীর টাওয়ারের অগ্নিকাণ্ড খতিয়ে দেখার নির্দেশ
পরবর্তী নিবন্ধব্যাংককের যৌনপল্লিতে গিয়েছিলেন অমিতাভ