আগামী ১৪ জুলাই শুরু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট। সরকারের সিদ্ধান্ত অনুসারে এ বছর ভিসার আগেই সব এজেন্সিকে তাদের যাত্রীদের টিকিট সংগ্রহ করতে হবে।
কিন্তু এখন পর্যন্ত সাড়ে ১২ হাজার টিকেটসংশ্লিষ্ট এজেন্সি সংগ্রহ করেন নাই। অবিলম্বে হজ ফ্লাইটের টিকিট সংগ্রহ করতে বিমান বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার সংস্থাটির ব্যবস্থাপক (জনসংযোগ) তাছমিন আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়- ২৫ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত বিভিন্ন হজ ফ্লাইটের টিকিট এখনো নেননি কিছুসংখ্যক হজ এজেন্সি। প্রায় ১২ হাজার ৫০০ টিকিট এখনও অবিক্রীত রয়েছে।
সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এ বছর সৌদি সরকার নির্ধারিত স্লটের বাইরে অতিরিক্ত কোনো হজ ফ্লাইট পরিচালনার অনুমতি প্রদান করবে না বলে অবহিত করেছে।
এ প্রেক্ষিতে সুষ্ঠু হজযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে দ্রুততার সঙ্গে টিকিট সংগ্রহের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।