নিউজ ডেস্ক
হজ পালন আরও নির্বিঘ্ন ও সহজ করতে চলতি বছর হজযাত্রীদের জন্য আধুনিক প্রযুক্তি নির্ভর ‘লাব্বাইক’ নামে মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে হজযাত্রীদের জন্য হজ প্রি-পেইড কার্ড চালু ও মোবাইল ফোনে রোমিং সুবিধা দেওয়া হবে।
সোমবার (২৮ এপ্রিল) বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বাসভবন যমুনায় হজযাত্রীদের এসব সেবা উদ্বোধন করবেন। ধর্ম মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মামুন আল ফারুক জাগো নিউজকে বলেন, পবিত্র হজ পালনে বাংলাদেশের হজযাত্রীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এ সমস্যা নিরসন ও হজের অভিজ্ঞতাকে আরও সহজ করার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ‘লাব্বাইক’ অ্যাপ ও প্রিপেইড কার্ড চালু এবং রোমিং সুবিধা দেওয়ার পদক্ষেপ নিয়েছে।
সোমবার বিকেল ৪টায় বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা হজযাত্রীদের জন্য এ সেবাগুলো উদ্বোধন করবেন বলেও জানিয়েছেন মামুন আল ফারুক।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার হজে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।
ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাচাই এর পর ৪ ডিজিটের পিন সেট করতে হবে। রেজিস্ট্রেশনের সময় হজযাত্রীর মোবাইল নম্বর, পিআইডি (পিলগ্রিম আইডি) ও জন্ম তারিখ প্রয়োজন হবে। একজন হজযাত্রী তার পরিবারের সর্বোচ্চ ৩ জন সদস্যকে ইনভাইটেশন পাঠিয়ে অ্যাপে যুক্ত করতে পারবেন।
পরিবারের সদস্যের নাম ও মোবাইল নম্বর দিয়ে ইনভাইটেশন পাঠালে ওই সদস্য তার মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করার পর তারা হজযাত্রীর তথ্য জানতে পারবেন। এছাড়াও গেস্ট (সবার জন্য উন্মুক্ত) ইউজার হিসেবেও রেজিস্ট্রেশন করা যাবে।
অ্যাপের সুবিধা
হজযাত্রী হারিয়ে গেলে বা গুরুতর অসুস্থ হলে বা বিপদে পড়লে জরুরি মুহুর্তে অ্যাপ থেকে এসওএস (সেভ আওয়ার সোলস) বাটনে ক্লিক করলে সাপোর্ট টিম যাত্রীকে উদ্ধার বা সহায়তা করবেন।
অ্যাপের মাধ্যমে নামাজের সময়সূচি, আবহাওয়ার পূর্বাভাস জানা যাবে। হজযাত্রী ফ্লাইটের বিস্তারিত তথ্য যেমন ফ্লাইট কোড, বোর্ডিং টাইম, ডিপারচার ও অ্যারাইভাল টাইম, লাগেজের ওজনসীমা ইত্যাদি জানতে পারবেন। লোকেশন ট্র্যাকিং যেমন হজযাত্রী গুগল ম্যাপে নিজেদের বা দলের অন্যান্য সদস্যদের অবস্থান নির্ণয় করতে পারবে।
দৈনিক হজ সিডিউল; আবাসন তথ্য যেমন হোটেলের নাম, ঠিকানা, দূরত্ব, ছবি, ভিডিও, চেক-ইন/চেক-আউট তারিখ ইত্যাদি অ্যাপ থেকে জানা যাবে।
পরিবারের সদস্যরা তাদের হজযাত্রীকে ট্র্যাকিং করতে পারবেন। মিনা-আরাফার তাবুর লোকেশন ট্র্যাকিং; হজ প্রি-পেইড কার্ডের ব্যালেন্স; ডিজিটাল স্বাস্থ্য প্রোফাইল তথ্য ও সার্বক্ষণিক ভার্চুয়াল স্বাস্থ্য সহায়তা; বাংলাদেশ মেডিক্যাল সেন্টার ও সৌদি হাসপাতালের তথ্য; গাইডভিত্তিক গ্রুপ যোগাযোগ সুবিধা; কুরআন ও হাদিস লাইব্রেরি, কিবলা নির্দেশনা, ডিজিটাল তাসবিহ, হজ ও উমরাহ সহায়িকা; কোরবানি কুপন সংগ্রহ কেন্দ্রের তালিকা; মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানের বিবরণ; হজ এজেন্সির তথ্য যেমন এজেন্সি নাম, লাইসেন্স নম্বর, প্যাকেজ, রেটিং, রিভিউ প্রদান ইত্যাদি সেবা অ্যাপে অন্তর্ভুক্ত থাকবে।
অ্যাপটি হজ ব্যবস্থাপনায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন ধর্ম ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
হজ প্রি-পেইড কার্ড
ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, হজ প্রি-পেইড কার্ড ইস্যু করতে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। কার্ডের মেয়াদ ৫ বছর। এটি ক্যাশের পরিপূরক
সুবিধা
তৎক্ষণাৎ কার্ড ইস্যু ও ডেলিভারি হবে। কার্ড ইস্যুতে কোন চার্জ বা ফি নেই। লেনদেন প্রসেস ফি ৩ শতাংশ এর স্থলে ১ শতাংশ।
ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে, হজ পরবর্তী সময়েও এ কার্ড ব্যবহার করা যাবে। বাংলাদেশি টাকা লোড করে ডলার/সৌদি রিয়াল পাওয়া যাবে। প্রত্যেক হজযাত্রী এক হাজার ২০০ মার্কিন ডলার সমপরিমাণ প্রায় এক লাখ ৫০ হাজার টাকা কার্ডে লোড করে নিতে পারবেন।