পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রথমবারের মতো ডাক পেয়েছেন স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। টুর্নামেন্টের ২০১৭ সালের আসরে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলবেন তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ওয়েব সাইটে এ তথ্য জানানো হয়েছে।
মিরাজের অন্তর্ভুক্তি প্রসঙ্গে সিপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ড্রাফট গত মাসে অনুষ্ঠিত হয়েছে। ড্রাফটে বিদ্যমান প্লেয়ারদের স্কোয়াডে পরিবর্তন এনেছে ত্রিনবাগো নাইট রাইডার্সের স্কোয়াড। দলটির অজি স্পিনার ব্র্যাড হগকে ২০১৭ সালের মৌসুমে না পাওয়ার কারণে পরিবর্তিত ক্রিকেটার হিসেবে মিরাজকে ডাকা হয়েছে। ’
এর ফলে এবছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দু’দশ টাইগার ক্রিকেটারকে দেখা যাবে। জ্যামাইকা তালাওয়াসের খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।