স্যার সৈয়দ আহমদ খানের ২০৫তম জন্মদিন উদযাপন

নিউজ ডেস্ক

ভারতের বিখ্যাত আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ খানের ২০৫তম জন্মদিবস উপলক্ষে আলীগড় ওল্ড বয়েজ এসোসিয়েশন অব বাংলাদেশ-এর উদ্যোগে ঢাকাস্থ বনানী ক্লাবে স্যার সৈয়দ ডে-২০২২ উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য পেশ করেন সম্মানিত জেনারেল সেক্রেটারী জনাব ইমাদ উদ্দিন আহমেদ প্রিন্স। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আখতারুজ্জামান ও মূল বক্তব্য পেশ করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রোফেসর ড. মো. ইব্রাহিম। বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব এ.এন.এম. নুরুল ওয়াহাব। উপস্থিত ছিলেন বর্তমান সম্মানিত জয়েন্ট সেক্রেটারী জনাব মো. রকিবুল হাসান (বকুল) ও ট্রেজারার জনাব মো. আব্দুল কাদের কিবরিয়া। এছাড়াও এসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ এবং তাঁদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সভার শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুলের নিয়োগ বাতিল
পরবর্তী নিবন্ধজনতা ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন