স্যান্ডেলে মহাত্মা গান্ধীর ছবি!

পপুলার২৪নিউজ ডেস্ক:
18মাত্র কয়েক দিন আগেই ভারতীয় পতাকার আদলে তৈরি পাপোশ বিক্রিকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েছিল অনলাইন শপিংয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান আমাজন। নিজেদের ওই ভুলের জন্য ক্ষমাও চেয়েছিল প্রতিষ্ঠানটি।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নতুন বিতর্ক জড়িয়েছে অনলাইন ভিত্তিক পন্য বিক্রয়কারী প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রে আমাজনের ওয়েবসাইটে মহাত্মা গান্ধীর ছবি বসানো স্যান্ডেলের এ বিজ্ঞাপন নিয়ে নিয়ে অনলাইন ও অপলাইনে চলছে ব্যাপক সমালোচনা।

অনেক টুইটার ব্যবহারকারী নিজেদের টুইট বার্তায় স্যান্ডেলে গান্ধীর ছবির বিষয়টি নজরে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে ট্যাগ করেছেন। রাবারের ওই স্যান্ডেলের মূল্য ১৬ দশমিক ৯৯ ডলার, যা ভারতীয় টাকায় ১২শ’ রুপি। এনডিটিভি।

এর আগে পতাকার আদলে পাপোশ তৈরির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কড়া হুশিয়ারির পর আমাজনের তরফ থেকে ক্ষমা চাওয়া হয়। তাদের কানাডীয় ওয়েবসাইট থেকে পণ্যটি সরিয়েও নেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধ৫১ বছর নয়, সালমানের আসল বয়স ৬৪ !
পরবর্তী নিবন্ধসাত খুন মামলায় কারাদণ্ড হলো যে ৯ জনের