স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন

সাভার প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
মহান স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার সকাল সোয়া নয়টার পর খালেদা জিয়া জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় খালেদা জিয়ার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ছিলেন। উপস্থিত ছিলেন বিএনপির হাজারো নেতা-কর্মী।

শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র উদ্ধারে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন চলছে। এই আন্দোলন সফল হতে হবে।

এর আগে সকাল সোয়া নয়টার দিকে স্মৃতিসৌধ এলাকায় আসেন খালেদা জিয়া। এ সময় দলের স্থানীয় নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে নয়টার দিকে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন খালেদা জিয়া।

পূর্ববর্তী নিবন্ধবগুড়ায় নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা
পরবর্তী নিবন্ধচুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১২