বিনোদন ডেস্ক:
বলিউডের ‘জাওয়ান’ ছবিতে শাহরুখ খানকে নিয়ে বড় কৃতিত্ব দেখিয়েছেন দক্ষিণী ছবির পরিচালক অ্যাটলি। এবার ভাইজান সালমান খানকে নিয়ে নতুন পরিকল্পনা এই পরিচালকের। শোনা যাচ্ছে, অ্যাটলির সেই ছবির নাম ‘এ সিক্স’, যেখানে হলিউড অভিনেতা উইল স্মিথকেও নেওয়ার কথা ছিল। কিন্তু, এই সিনেমার কর্তারা চান, স্মিথের পরিবর্তে বরং দক্ষিণের তারকাই থাকুক।
জানা গেছে, ছবিটির প্রি-প্রোডাকশন চলছে। ২০২৬ সালের গ্রীষ্মের মধ্যে ছবিটি শুটিংয়ে যাবে। এক সাক্ষাৎকারে অ্যাটলি এও নিশ্চিত করেন, ছবিটি সালমান খানের সমস্ত ভক্তদের জন্য একটি দারুণ ছবি হতে যাচ্ছে। এই ছবির মাধ্যমে সালমান সারা বিশ্বকে গর্বিত করবেন বলেও জানান পরিচালক।
তবে সাম্প্রতিক এক খবরে অনুরাগীদের মন খারাপ হতে পারে। শোনা যাচ্ছে, আপাতত প্রজেক্টটি সাময়িকভাবে স্থগিত। সূত্রের খবর, সালমান এবং অ্যাটলির পরবর্তী এই কাজটি কাস্টিং সমস্যার কারণে স্থগিত করা হয়েছে।
যখন ‘কমল হাসান এবং রজনীকান্তের কাস্টিং মিলছিল না, তখন পরিচালক অ্যাটলি ছবিতে হলিউড অভিনেতা উইল স্মিথকে কাস্ট করার কথা ভাবেন। সালমান তখন অ্যাটলিকে উইল স্মিথের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। এতে ছবির কাজও ইতিবাচকও ছিল। কিন্তু এক আশ্চর্যজনক ঘটনায় মোড় ঘুরে যায়। কারণ, প্রযোজনা সংস্থা ‘সান পিকচার্স’ সালমানের পাশাপাশি ছবিতে একজন দক্ষিণী সুপারস্টারের উপস্থিতি দাবি করে।
‘সান পিকচার্স’ এর দাবি, যখন রজনীকান্ত এবং কমল হাসানকে নিয়ে ছবিটি ইতিবাচক দিয়ে এগোয়নি, তাই দক্ষিণী সুপারস্টার ছাড়া কোনো আন্তর্জাতিক ছবির সঙ্গে যুক্ত হওয়াটা অযোক্তিক। তখনই প্রযোজনা সংস্থাটি অ্যাটলিকে ছবিটি নিয়ে ভাবতে বলে।
তবে এও শোনা যাচ্ছে, প্রজেক্টটিকে একেবারে বন্ধ করা হয়নি। ‘অ্যাটলি, সালমান- প্রযোজনা সংস্থার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং সমস্ত সমস্যা সমাধানের চেষ্টাও করছে।