স্মিথের ডাবল সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রানের পাহাড়

 পপুলার২৪নিউজ ডেস্ক:

স্টিভেন স্মিথের ডাবল সেঞ্চুরিতে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে বেশ ভালো অবস্থানে রয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে ৪৭৪ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড। হাতে রয়েছে ৯টি উইকেট।

বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের ৩ উইকেটে ১৭০ রান নিয়ে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ১৯ রানে স্টুয়ার্ট ব্রডের শিকার হন ট্রভিস হেড। এরপর জ্যাক লিচের বলে সাজঘরে ফেরেন ম্যাথু ওয়েডও।

তবে তিন উইকেট খোয়ানের পর ত্রাতা হয়ে নামেন স্টিভেন স্মিথ। টিম পেইনকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে বড় একটি পার্টনারশিপ গড়ে তোলেন। ৬০ রানে অপরাজিত থাকা স্মিথ টেস্ট ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি তুলে নেন।

নেই সেঞ্চুরিতে মন ভরেনি স্মিথের। রানের গতি সচল রেখে আরও পঞ্চাশ রান যোগ করেন স্মিথ। এর পর পেইন অর্ধশতক তুলে নিলে এ জুটিতে রান আসে ১৪৫। তবে স্মিথের মতো রানকে এগিয়ে নিয়ে যেতে পারেননি পেইন। মাত্র ৮ রান যোগ করে ক্রেইগ ওভার্টনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন পেইন। খেলতে নেমে প্যাট কামিন্সও সুবিধা করতে পারেননি ইংলিশ বোলারদের কাছে।

দ্রুত আউট হয়ে ফেরেন তিনি। তবে অপরপ্রান্তে ১৫০ রানের পাহাড়সম ইনিংস নিয়ে অপরাজিত থাকেন স্মিথ। নিজের ২৬তম টেস্ট সেঞ্চুরিটাকে টেস্ট ক্যারিয়ারে তৃতীয় ডাবল সেঞ্চুরিতে পরিণত করেন স্মিথ।

এরপর ব্যক্তিগত ২১১ রান করে যখন আউট হন স্মিথ তখন দলের রান ৪৩৮। জো রুটের বলে স্মিথের অনবদ্য ইনিংসটির সমাপ্তি ঘটে।

স্মিথের পরে নবম উইকেট জুটিতে বেশ ভালো খেলেন মিচেল স্টার্ক ও নাথান লাওন। স্টার্ক অর্ধশতক তুলে নিলে ৮ উইকেটে ৪৯৭ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।

স্টার্ক ৫৪ ও লিওন ২৬ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের ব্রড ৩টি, লিচ ও ওভার্টন ২টি এবং রুট ১টি করে উইকেট নেন।

জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে ওপেনার জো ডেনলির উইকেট হারিয়েছে ইংলিশরা। ১ উইকেটে ২৩ রান সংগ্রহ করে আবার মাঠে নামবে ইংল্যান্ড।

পূর্ববর্তী নিবন্ধশুরু হলো ‘ফেসবুক ডেটিং’
পরবর্তী নিবন্ধসাকিবের জন্য ফুল নিয়ে মাঠে ঢুকে পড়লেন এক সমর্থক