স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকার কাজ করছে : মায়া

 পপুলার২৪নিউজ ডেস্ক:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছে। দেশের চিকিৎসা সেবার উন্নয়নের ফলে রোগীদের বিদেশ গমন কমেছে।

আজ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার রাবেয়া-নাসের হাসপাতালের জন্য ক্রয়কৃত এম্বুলেন্স উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জর্জসহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আরো বলেন, গ্রামের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা সরকার অগ্রাধিকার পদক্ষেপগুলোর অন্যতম। তাই সরকার প্রত্যেক উপজেলায় কমিউনিটি হাসপাতাল নির্মাণ করছে। বিদ্যমান হাসপাতালগুলোর শয্যা সংখ্যা বৃদ্ধি করছে। সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রত্যেক উপজেলা কমপ্লেক্সে এম্বুলেন্সের ব্যবস্থা করছে।

তিনি বলেন, বাংলাদেশ এখন বিরল রোগের চিকিৎসার সামর্থ্য অর্জন করেছে। দেশ বিদেশে চিকিৎসকদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করার ফলে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে রোগীদের বিদেশ গমনের হার কমেছে।

মন্ত্রী বলেন, মধ্য আয়ের দেশে পরিণত হতে হলে তার যোগ্যতা অর্জন করতে হবে। এর মধ্যে মানুষের চিকিৎসা সেবাসহ মানব উন্নয়ন সূচকে কাংখিত লক্ষ্যে পৌঁছাতে সরকার চিকিৎসকদের গ্রামের মানুষের চিকিৎসা নিশ্চিত করতে সরকার বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

 

পূর্ববর্তী নিবন্ধকারিগরি শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্পে বিনিয়োগের আহ্বান শিক্ষামন্ত্রীর
পরবর্তী নিবন্ধরোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে: আইনমন্ত্রী